কুষ্টিয়ায় করোনা-উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২১

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে ২২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬০ জন।’
মো. মেজবাউল আলম বলেন, ‘কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ১৩ জন, দৌলতপুর উপজেলায় চারজন, ভেড়ামারা উপজেলায় আটজন, মিরপুর উপজেলায় চারজন ও খোকসা উপজেলায় দুইজন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।

Loading