বান্দরবানে পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , জুলাই ১৯, ২০২১ বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের ক্যমলং পাড়া থেকে উগ্য মার্মা (৪৩) নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা । আজ সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে কুহালং ইউনিয়নের বাকিছড়া ব্রিকফিল্ড এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, কুহালং ইউনিয়নের ক্যমলং পাড়ায় গতকাল রাতে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা পল্লী চিকিৎসক উগ্য মার্মাকে খুঁজতে থাকেন। তারপর উগ্য মার্মাকে দোকানের সামনে পেয়ে অপহরণ করে একটি মাহিন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায়। পরে সোমবার সকালে বাকিছড়া ব্রিকফিল্ড এলাকা থেকে তাঁর লাশ পাওয়া যায়।উগ্য মার্মা কুহালং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বলে জানা গেছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। শেয়ার চট্টগ্রামবিষয়: