স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২১ কচি অবক্ষয় সামছুদ্দোহা(ফরিদ) সুস্থ্য হাওয়া ছড়ায় না কখনো ছড়ায় রোগের হাওয়া যুগের হাওয়া এমনি ধাওয়া অযাচিত অবগাহন নাওয়া। হয়না এখন এমনি হয় চিরন্তণ নিয়মের বিরোধ সব নীতি ভেঙ্গে যাচ্ছে কে করবে তা রোধ? সময়ের মাঝে অসময়ের কথা ইঁচরে পাকা বারতা শুনাবে কে নীতি বাণী কে রাখবে যুগের কথা? নষ্ট হয় না দেশ,নষ্ট হয়না সমাজ নীতির আড়ালে বাজে বাতাস নষ্ট হচ্ছে যুব সমাজ। রুগ্ন চারা পায় না মহিরূপ অঙ্কুরে কাজ সারা ভবের মায়া ছেড়ে দিয়ে হয়ে আছে আধ মরা। সারা রাত ফেসবুকে অশ্লীল ইন্টারনেটে হিরোইন,ইয়াবায় আসক্ত সারারাত দিশেহারা মত্ত। কি হল তাদের গতি যুব সমাজ অধোঃগতি নেশার মত ঘুম পাড়ানির গানে কচি কাঁচা শেষ বাজে এক ধ্যানে। স্বাধীনতার অবদান বাংলা মা সাক্ষী ইতিহাসের পাতায় তারাই আসল রক্ষী। জেগে উঠ কুম্ভকর্ণের দল পরিশুদ্ধ হবে আজ দেশকে গড়তে হবে সেটাই হোক আমরণ কাজ। শেয়ার অন্যান্যবিষয়: