বাড়ি ফিরতে বাস পাচ্ছেন বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা, করোনা টেস্ট শুরু হবে আগামীকাল থেকে

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস প্রদান করবে কর্তৃপক্ষ। তবে বাসে যাওয়ার আগে করাতে কোভিড-১৯ শনাক্তকরণ টেস্ট। যারা শুধু মাত্র কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হবে তারাই যেতে পারবেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য।
আগামীকাল (১৩ জুলাই) মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা ভাইরাস শনাক্তকরণের নমুনা গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে এবং নিজ নিজ পরিবারকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের তালিকা ডিসি অফিসে প্রেরণ করা হয়েছে এবং ডিসি অফিস থেকে জানানো হয়েছে ১৩ তারিখ থেকে প্রতিদিন প্রায় ১৫০ শিক্ষার্থীর স্যাম্পল সংগ্রহ করা হবে।
প্রতিদিন সকাল ১০.৩০ মিনিটে পুলিশ লাইনস থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নমুনা সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি ছেড়ে আসবে এবং দুপুর ১ টায় শহরের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে গাড়ি ছেড়ে যাবে।

Loading