মুজিববর্ষে বই পড়ার কর্মসূচি বাস্তবায়নে ক্লাস্টার ভিত্তিক কমিটি প্রণয়নে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ , জুন ১৫, ২০২১

নেত্রকোণা জেলা প্রশাসকের উদ্যোগে মুজিববর্ষে বই পড়ার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস্টার ভিত্তিক কমিটি প্রণয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেলে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে এ সভা সম্পন্ন হয়।

নেত্রকোণা সরকারি মহিলা কলেজের প্রভাষক অলি উল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: দেলুয়ার হোসেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরি সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, নেত্রকোণা সরাকারি কলেজের প্রভাষক তিতাস মিয়া, এক্সেলের পরিচালক সুস্থির সরকার, শফিক মজুমদার, রোভার স্কাউটস এর চৌধুরী ইউনুস আলী, মুহা. জহিরুল ইসলাম অসীম, শিক্ষক শহিদুল ইসলাম, এ এম আরিফ মহিউদ্দিন খান, মো: হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।

এসময় মুজিববর্ষে বই পড়ার কর্মসূচি বাস্তবায়নে ক্লাস্টার ভিত্তিক কমিটি প্রণয়নে নানা পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Loading