স্বরচিত কবিতা

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , জুন ৭, ২০২১

ঘুড়ির দৌড়
সামছুদ্দোহা(ফরিদ)
ঘুড়ি উড় তুমি
যত দূর যাও
উড়ন্ত পাখির ন্যায়,
তুমি নাচ,আমার মন নাচে
মৃদু মন্দ সমীরণের বায়,
যত দেই সুঁতা তুমি হারাও কোথা,
টেনে ধরি যখন লাটায়ের প্যাচে
না ফিরার তরে জেদে
রাগে তুমি মার গুতা।
সকালের শীতলতা,
বিকালের হিমেল হাওয়ায়
কিংবা,বাতাসের তীব্রতায়,
লাটায়ের টান পড়ার আগেই,
খন্ডিত হতে পার তুমি,
তবে কেন দুপুরের প্রবল হাওয়ায়
মূলকে কেন ভুলে তুমি?

Loading