স্বরচিত কবিতা

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , মে ২০, ২০২১

সীমাহীন কবিতা
সামছুদ্দোহা(ফরিদ)
উর্ধব গতি বায়বীয়
অদেখাও তাই,
শক্তি সঞ্চল বায়ু
তার অবস্থাও তাই।
ফুল ফল পদার্থ
নিন্মগামী হয়,
তরলে নিমজ্জিত
আছে তার ভয়।
যত সূক্ষ তত শক্তি
আধার অখুঁজা তার
ইলেকট্রন প্রোটন জগত শক্তির বাহার
অদেখার মাঝে আসল শক্তি
সচল সঞ্চল চলার।
সব অদেখা প্রমাণ হয়
প্রমাণ করা যায়
অদেখা দেখার সকল উর্ধেব
বিধাতার পরশে সব প্রাণ পায়।
তুমি আর আমি
গঠিত মাটির দেহে
সারা শরীরে আছে
অদৃশ্য আত্মা ছেয়ে।
দেখিনা তাই বিশ্বাস করিনা
এ কথা কেন
আত্মা শক্তি,আত্মাই জাহান
অযাযিত বাণী হেন।
আমার মাঝে আমার আত্মা
সারা জাহান দেহ সম
সৃজিত সৃষ্টি মহান
নিজকে রাখ কেন ভ্রম?

Loading