ফি’লিস্তিনে ই’সরা’য়েলি হা’মলায় নি’হত বেড়ে ২১৮

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ , মে ১৯, ২০২১

গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ মে) রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে ৬০টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। অপরদিকে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য রকেট ছুঁড়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন।

আল-জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১৮ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে শিশুর সংখ্যা ৬৩ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।

অন্যদিকে, গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

এছাড়া গত ৯ দিনের সংঘাতে এ পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৪৮ হাজার থেকে ৫২ হাজার মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাত থেকে বাঁচতে তারা বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন।

Loading