জীবন জীবীকা ও আজকের স্তিমিত বিশ্ব।

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , মে ১৩, ২০২১

 

যে যাই বলুক, জীবন আর জীবিকা একই সূত্রে গাঁথা। জীবিকা তো জীবন। তাই বাঁধনহারা ভীতিহীন মানুষগুলো করোনাকে অবজ্ঞা করে চলেছে। ঈদ বলে কথা, সর্ব প্রকার দোকানে,শপিং মহলে, রাস্তায় যেন লোক ধরে না। অবশ্য মানুষ কে সংগ্রামী হতে হবে।, ভীত হওয়া চলবে না। সতর্কতা ও ভীতিহীন বাংলা হোক আজকের স্লোগান এবং এ মহামারী করুনার মহৌষধ। ভয় পাইনা এ দুর্যোগে, মহান আল্লাহ আছেন নিকটে। চিত্তের এ দুর্বার অভয় হোক আজকের এ হাতিয়ার। আমরা মানি আর নাই বা মানি কোরআন আর ইতিহাস স্বাক্ষী, নমরুদ আর ফেরাউন শক্তির মোকাবেলায় দূর্বল মশা আর পানি কে লাগিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ বড় দূশ্যমান শক্তিকে ছোট নগন্য শক্তি দিয়ে নাস্তানাবুদ করেছিলেন। আজকের বর্তমান সময়ে সব কিছুই অদৃশ্য শক্তি, পারমানবিক শক্তিই বলি আর ICT শক্তিই বলি যার জোরে সারা পৃথিবী। আর এমন অদৃশ্য শক্তির মোকাবেলায়, এমন শক্তিকে লাগিয়ে দিলেন, যার কোন পাত্তাই পাচ্ছে না সারা বিশ্বের ধী সমাজ। তবে একদিন হয়ত মানুষ বলবে, এ ভাইরাস টি আবিষ্কারের পর,এত সামান্য রোগের কাছে সারা বিশ্ব জিম্মি হয়ে পড়েছিল? তাই কোনআন থেকে শিক্ষা নিতে হবে, ঈমানের পথে আসতে হবে।
ইনশাআল্লাহ আমাদের কিছুই হবে না। করুনার ভেরিয়েন্টেও ঘটবে তাই। বিধস্ত এ সময়ে এলোমেলো আজ অনেক কিছুই, তবুও আমার বাংলা ভালো। তাই মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। জীবন আছে, জীবিকা আছে, আছে ব্যস্ততা। তবে যেন থাকে যুক্ত স্বাস্থ্য বিধি মানার অধিক সর্তকতা। দিশেহারা আজ জ্ঞানী মহল। তাই সাময়িক অসংগ্লতা বিচ্ছিন্নতা বৃহত্তর স্বার্থের, তাই আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সব কিছু আলোচনা সমালোচনা থাকে। কোন কিছুই সমালোচনার উর্ধে নয়। তাই মানার মাঝেই মানবতার প্রকাশ। আমরা যেন, এ দুর্যোগে একাত্মতা প্রকাশ করে বিশ্বে নজির রাখতে পারি। মহান আল্লাহর কাছে মুক্তির কামণায় আমাদের আজকের এ বিনীত প্রার্থনা। ঈদ মোবারক।

Loading