রামগড় হাসপাতাল পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , মে ১২, ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বুধবার (১২ মে) রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সেে আগমনের পর ডাক্তার ও নার্সরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন হাসপাতালে ডাক্তার, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী, জেনেরেটর, আউট সোর্সিং জনবল, ইমার্জেন্সি কক্ষের সমস্যার চিত্র তুলে ধরে জেলা পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেন।
এছাড়াও ডাঃ প্রতীক সেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে জানান,হাসপাতালটি ৫০ শয্যা বেডে উন্নিত করা হলেও ৩১ শয্যার কর্মকর্তা, কর্মচারী দিয়ে স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান রয়েছে। ৩১ শয্যায় ১৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও স্থায়ী পদে ১ জন ও ডেপুটেশনে ২ জন ডাক্তার রয়েছে।৩ জন ডাক্তার দিয়ে অত্র উপজেলার পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ির বৃহৎ একটি অংশের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।হাসপাতালে রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে সরকারি সরবরাহের পাশাপাশি ডাঃ প্রতীক সেন চট্টগ্রামস্থ তাঁর বন্ধুদের সহায়তায় ১২টি সিলিন্ডারে ৯’৮ কিউবিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেছেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হাসপাতালের জরুরি বিভাগ, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, ওয়ার্ড সমূহ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি ডাক্তারসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত সমাধানের
আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হিরন্জয় ত্রিপুরা,মেমং মার্মা,রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলাম কামাল প্রমূখ।

Loading