স্বরচিত কবিতা

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ , মে ১০, ২০২১

আমি নদী
সামছুদ্দোহা(ফরিদ)
আমি নদী,
চলমান আমার ধারা,
ফিরি নাকো আমি কখনো,
আমার অফেরার সাথে
সবার মিল আছে,
আমি কখনো শান্ত,কখনো বা অশান্ত,কখনো পরাভব,কখনো ভৈবব কিন্তু আমি থেমে নেই,আমার সাথে আমার চলমান বন্ধু সময় আছে,
আমার হাসি, আনন্দ,শোক দুখের সাথে কেহই নেই,কারণ ওরা ধরে রাখতে চায় আমায় স্থির করে।
আমার ঠিকানা এটা নয়,আমার কান্না নোনা জলে ভাসে,
আমি হারাই বিশাল সাগরে চিরতরে।
আমার চলার অস্থায়ী মাঝি মাল্লার গানের সুখ দুখের সুর,
কখনো আকাশ ছুঁয়া বৃষ্টি আমাকে সমৃদ্ধি করে।
আমার দৃশ্য কি কারো মন ভরে না,উপচে পড়া ঢেউয়ের দোলায় কি হৃদয় দুলে না?
আমায় কেহ ভালবাসে না,
আমাকে সবাই ব্যবহার করে,
আমার অস্তিত্ব বজায় রাখতে পারছি না,তোমরা, মানুষের কারণে।
আমার সাথে সাথী হও না
অনন্ত সাগরে,সাময়িক দুপাশে বয়ে যাওয়া ফুলে ফলে,
সবুজে সমৃদ্ধি করব তোমায়,
এসো না বন্ধু,
তোমার ছোট্ট গৃহ ছেড়ে,
অজানা পথে —।

Loading