চট্টগ্রাম পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , মে ১, ২০২১

লকডাউনের শুরু থেকে প্রতিদিন মহানগরীর প্রতিটি মোড়ে পথচারী, গাড়ীর চালক- সহকারী সহ অন্যান্য পেশাজিবী মানুষের মধ্যে ট্রাফিক বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ করে আসছে চট্টগ্রাম মহানগর ট্রাফিকের চারটি বিভাগ।

আজ সরেজমিন এ কে খাঁন মোড় গিয়ে দেখা যায় ট্রাফিক পশ্চিম বিভাগের এই কার্যক্রম চলছে বেশ উৎসাহের সাথে।
আকবরশাহ থানার শহর ও যানবাহন পরিদর্শক এস, এম শওকত হোসেন বলেন মানুষকে সচেতন করা, বারংবার তাদের হাতে মাস্ক তুলে দিয়ে তাদের মাস্ক ব্যবহারে অভ্যস্থ করা, করোনার প্রাদুর্ভাব ও এর প্রভাব সম্পর্কে পথচারী, গাড়ীর চালক- সহকারী সহ অন্যান্য পেশাজিবী মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার স্যার এই উদ্যোগ গ্রহন করেছেন।

আমরা স্যারের নির্দেশনা ক্রমে লকডাউন শুরুর দিন থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষ যেন মাস্ক পরেন ও মাস্ক পরার অভ্যাসঁটি যেন অন্তত গড়ে উঠে।

Loading