স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , মে ১, ২০২১ কৃতজ্ঞতা সামছুদ্দোহা(ফরিদ) তোমার দানে জীবন মরণ তোমার দয়ায় বাঁচা তোমার কাছেই কৃতজ্ঞতা আমার আমরণ পাশে থাকা। চোখ খুলেই দেখি কেবল তোমার দানের মালা অভাবীর আশা কর পূরণ জ্বালাও প্রদীপ আলা। তপ্ত চোখ শীতল করি তোমার সৃষ্টির মোহে কৃতজ্ঞতায় নত করি মাথা তব করুণা হৃদয়ে বহে। ফুল দিলা, ফল দিলা,খাদ্য দিলা মোরে জীবনের সব আয়োজনে নগন্য কীটও বাঁচে ওগো তোমার করুণার দানে। সীমাহীন আকাশ দিলা উড়তে দিলা পাখি দিগন্তজোড়া মাঠ দিলা বইতে দিলা সাগর-নদী। আকাশে সাজাও বৃষ্টির সাজ ধরাতে জমাও পানি ধরা থালায় খাদ্য সাজাও সকলদানের দাতা,তুমি মেহেরবানী। শেয়ার অন্যান্যবিষয়: