স্বরচিত কবিতা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , এপ্রিল ২৯, ২০২১

জীবন মানে
সামছুদ্দোহা(ফরিদ)
জীবন মানে কিছু স্বপ্নের আলাপন নয়,
জীবন মানে গল্প উপন্যাসের পাতা নয়,
জীবন মানে স্বপ্ন গড়ার মহড়া প্রতিহিংসার বীজ নয়,
জীবন মানে সহযোগিতার প্রতিবন্ধন সুশীল সমাজের আবগাহন,সৃষ্টি সুখের উল্লাস।
জীবন মানে কঠিন কিছু নয়,সব কিছু সহজ করে নেওয়া,
জীবন মানে চিরন্তণ সময়ে বাঁচিয়ে রাখা।
জীবন মানে আকাশ চুম্বী স্বপ্ন দেখা নয়,নশ্বর পৃথিবীর কোন মোহ মায়া নয়।
জীবন মানে চির সত্যকে আপন করা,সত্যের আভাকে ছড়িয়ে দেয়া,আলোর আহবানে জাগিয়ে তোলা।
জীবন এক সংগ্রাম, জীবন এক চেতনা,দুঃখ কষ্ট বেদনা
আবেগের দোলা।
জীবন মানে আবেগিক উচ্ছ্বাস নয়,মাটিতে ঠেস দিয়ে আকাশ ছুঁয়া নয়।
জীবন মানে হিংসা দ্বেষ বিদ্বেষ লোভ প্রলোভনের স্থান নয়,
জীবন হল অটুট বন্ধনের মিলন মেলা।

Loading