লঘু লকডাউন পেয়ে জনমনে স্বস্তি

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , এপ্রিল ২৮, ২০২১

মানুষের স্বস্তি প্রাণচঞ্চলতা আকাশ বাতাস ছেপে গেছে। পেটা, আধাপেটা ভুখা নাঙা মানুষগুলো ক্ষুধা মেটানোর প্রত্যাশায় যার যার কর্মস্থলে ঝাঁপিয়ে পড়েছে। হৃদয়ের হৃদস্পন্দন আকুলিত ব্যাকুলিত হয়ে প্রকৃতির মাঝে প্রাণের উচ্ছ্বাস জানাচ্ছে। নবান্নে কৃষকের সুখ ঈদের খুশিতে নৃত্য করছে। এখনো করোনার লক ডাউন পুরোপরি গুঁচেনি তবুও যেন প্রাণের উচ্ছ্বাসের ঘাটতি নেই, নেই ভয়,নেই মলিনতা। স্বাস্থ্যবিধি মেনে চালাচ্ছে তাদের যার যার কর্ম। জানা নেই, এ মহামারি পরিস্থিতির কোন দিন শুভ দিক উন্মোচিত হবে,আবার কবে ফিরবে এ ধরা। এ মহামারীর বিভিন্ন রূপের গতিবিধি আজো ও আমাদের অজানা। চীন বুঝেছিল তাদের পাপের অনুতাপে,ইতালী ছেড়ে দিয়েছিল আকাশের মালিকের কাছে। আমরা আস্তিক, আমরা মুসলিম,আমরা পারলাম না আত্মসমর্পণ করতে আমাদের রব মালিকের কাছে। আসলে আমাদের বিবেক সত্যের পথ থেকে বিচ্যূতি হয়ে অজানা আধাঁরে হাতড়াচ্ছে। সুবধোদয় হোক বিধাতার কাছে ক্ষমা চাওয়ার। করোনাকালীন সময়ে (২০/২১) করোনার চেয়ে মানুষই বেশি ঘাতকের ইতিহাস গড়েছে। ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। ইতিহাসের ইতিহাসই তার প্রমাণ। প্রতিহিংসার আগুনকে নিভাতে ভারতের মারাত্বক ভ্যারিয়েন্ট না জানি এসে যায় এবং বাংলাকে যেন ভূগান্তিতে না ফেলে আজ কে এ চরম দূর্ভাবনা। আমরা আশা করি ভালোর দিকেই মোড় নিবে সব কিছুই, মহান আল্লাহর কাছে এ প্রার্থণা।

Loading