ভুমিকম্পে দেয়াল ধসে মোবাইলে গেইম খেলারত কিশোর নিহত নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , এপ্রিল ২৮, ২০২১ ভুমিকম্পে বগুড়ায় দেয়াল চাপা পড়ে সিয়াম(১৪) নকমের এক কিশোর নিহত হয়েছে। মোবাইলে গেইম খেলার সময় ভুমিকম্প হলে সে দেয়ালের নিচে চাপা পরে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ীর পাশে একটি পরিত্যাক্ত মাটির প্রাচীর নিচে বসে মোবাইলে গেইম খেলার সময় ভুমিকম্প হলে দেয়াল ধসে চাপা পরলে মারা যায় সিয়াম। নিহত সিয়াম শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফরহাদ হোসেনের দ্বিতীয় ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই দেয়ালের নিচে বসে মোবাইলে গেইম খেলছিল সিয়াম। এসময় হঠাৎ ভিমিকম্প হলে মাটির প্রাচীরের এক অংশ ভেঙ্গে তার মাথার উপর পরে। এসময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শেয়ার অন্যান্য বিষয়: ভুমিকম্পে দেয়াল ধসে মোবাইলে গেইম খেলারত কিশোর নিহত