স্বরচিত কবিতা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , এপ্রিল ২৩, ২০২১

বিবেকের কথা
সামছুদ্দোহা(ফরিদ)
নকল মানুষের নকল কথা
নেস নে তুলে কানে
দেখবি তুই যাচাই করে
হৃদয়ের আয়নায় ক্ষণে।
নিন্দুকেরা ঈর্ষা ভরে
ভুল পথে চালায় তরে
নিজ তরি থেমে গেলে
দিবে কি জগতটারে?
আসল পথে আসল মানুষ
চলে সবার অলক্ষ্যে
অনীতিকে পিছন ঠেলে
পৌঁছায় সে লক্ষ্যে।
কারো কান ভারিতে দূরে থেকে
পিছিয়ে তুই থাকিস না
মনের তুই নিজেই রাজা
এ কথা তুই ভুলিস না।
বিবেকের রায় আসে যদি মনে
মনের কথা শুনবি
এর চেয়ে ঢের হলেও
পর বুদ্ধি কানে তুই নিস না।
মনের ভেতর চাপা কষ্ট
লালন তুই করিস না
হাফ ছেড়ে দুঃখ ভুলে
সুখের নবায়ন কেন তুই করিস না।
কোন কাজ করতে গেলে
কিংকর্তব্য বিমূঢ় হলে
মনের কথা শুনবি
ধৈর্য তুই হারাস না।
চোখের পানি আসলে চোখে
জমা করে তুই রাখিস বুকে
চোখের পানি রতন সম
ধরে রাখিস তুই হাসি মুখে।
ওরে অধম,সংসারের নিয়ম অনিয়ম
হৃদয় ভাংগে তোর
মন তোর চলে না
সব ভুলে তার চিন্তা তুই রাখিস না।

Loading