স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , এপ্রিল ২২, ২০২১ আমাদের গান সামছুদ্দোহা(ফরিদ) আমরা শিশু আমরা কিশোর আমাদের আছে আশা , বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করব আমার স্বপ্নের বাংলা ভাষা। আছে আকাশ আছে বাতাস উড়াব মোরা ঘুড়ি , প্রাণের বাংলা আমার নাই কোন তার জুড়ি। সবুজ শ্যামল মাঠের মাঝে ছড়িয়ে মোরা রইব, পাখ পাখালীর গানের সাথে মনের কথা কইব। মূল্য দিয়ে কিনেছি ভাষা রক্ত দিয়ে দেশ তোমার প্রিয় আমার প্রিয় স্বাধীন বাংলাদেশ। শেয়ার অন্যান্যবিষয়: