স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , এপ্রিল ২০, ২০২১ বাবা সামছুদ্দোহা(ফরিদ) তুমি না থাকলে বাবা হত না জনম আমার তোমার উছিলায় দেখেছি পৃথিবী পেয়েছি স্রষ্টার ইবাদতের অধিকার। তোমার কাছে আমি ঋণী যোগিয়েছ মোদের কষ্টের আহার অসুস্থ্য হলে ব্যথীত হয়েছ যথা সাধ্যে করেছ সারবার। একবার মুখ না দেখলে আমার কাজে যেতে তুমি মলিন মুখে ফিরে এসে আকুল হৃদয়ে কোলে তুলে নিতে। বলতে হেসে বড় হলে এমন বেটা হবে নামি দামী হবে সে কে দেখেছে তাকে কে কবে? বাবার চোখে সেরা স্বপ্ন ছিলাম আমি ধ্যানে ছেলে আমার বড় হবে প্রার্থণা ছিল তার মনে। নবীজী বলেন,মা বা বাবা যদি পাও একজন তার পরজগত সফল যদি কর তাঁর যতন। বাবা আমার বাবা মমতায় রেখেছ ঘিরে সব কিছুই মিটিয়েছ রেখেছ মমতার নীড়ে। তোমার শরীর খারাপ হলে রেখেছ আড়াল করে ভালবাসা উজাড় করে আদরে রখেছ ঘিরে। ঘর যদি হয় খাঁচা তুমি সেই ঘরের প্রাণ তুমি আছ বলে তাই আনন্দ অফুরান। তোমার খুশিতে আল্লাহ খুশি আল্লাহর রহমত তুমি তোমার দুয়ায় জান্নাত হাসে তাই তোমার চরণ চুমি। শেয়ার অন্যান্যবিষয়: