হেফাজত তাণ্ডব

আরও ৩০ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ , এপ্রিল ১৮, ২০২১
?????? ?????? : ??? ?? ????? ????????

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রোববার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে হেফাজতে ইসলামের আরও ৩০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া ৫৫ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৩০ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। আজ রোববার দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।

Loading