বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে নিহতের ঘটনায় দুই মামলা

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , এপ্রিল ১৮, ২০২১

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় আলাদা দুটি মামলা করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর।

শনিবারের ঘটনায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদী হয়ে দুটি মামলা করেন। পুলিশের মামলায় অজ্ঞাত তিন হাজার জনকে এবং বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কের করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে জানান ওসি।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে এবং পুলিশের তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অন্তত অর্ধশত।সংঘর্ষের পর থেকেই সীমিত আকারে চালু রয়েছে বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম।

এদিকে, বিদ্যুৎকেন্দ্র এলাকায় এখনো থমথমে বিরাজ করছে। কমে গেছে সাধারণ মানুষের আনাগোনা। চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

Loading