স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , এপ্রিল ১৩, ২০২১

আর্তনাদ

সামছুদ্দোহা ফরিদ
স্তদ্ধ এ সময়
স্তদ্ধ এ ধরা
সব জায়গায়
লেগেছে যেন
আগুনের খরা।
পুলকিত স্পন্দন
ব্যাকুলিত নন্দন
চঞ্চলতার প্রাণ
থমকে আছে এক কোণে
পুষ্পহীন ঘ্রাণ।
উদাস সুরে অচীনপুরে
ব্যথিতের হৃদয় জুড়ে
আর্তনাদের সুর
কেবলি ব্যাকুলতা
প্রাণের সুর, বহুদূর।
নিঃস্তদ্ধ বিবেক
স্তম্ভিত স্বর
উদ্বেলিত দিগন্ত রেখা
অশুভর গ্রাসে বর।
হিতাহিত দিক বেদিক
বুলেটে বুলেটে প্রতিঘাত
নীরব প্রতিবেদনকারী
জানায় আহাজারী আর্তনাদ।
দ্বার রুব্ধ
সত্য প্রতিহত
মিথ্যাচার জয়লাভ
অনাচারীর কষাঘাত।
হে পাষান্ড
দেখ এ কান্ড
কঠিন পিলে চমকিয়ে
কিসের এ দন্ড?

Loading