স্বরচিত কবিতা “সমালোচনা “

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২১

সমালোচনা

সামছুদ্দোহা ফরিদ
অন্যের সমালোচনা
ভাল নয়
আত্মসম্মানের ভাই
আছে বড় ভয়।
নিজের আলোচনার
হোক সিদ্ধ হাত
অন্যের সমালোচনায়
করো না বাজিমাত।
অন্যের আলোচনায়
আছে খারাপ দিক
নিজের দিকে তাকাও
মানুষ হাসে ফিক ফিক।
পরিবারের আত্মকলহ
বাড়ায় বহু গুণ
থাকে যদি ঘরে
সমালোচনার আগুন।
সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান
এমন আছে বহু স্থান
যেখানে আছে এ রোগ
সেখানে আছে দুর্ভোগ।
সমালোচনা আসলে নয় প্রতিকার
বরং বাড়ায় বিকার
এমন স্বভাবের মানুষ
পায় কেবল ধিক্কার।
সমালোচনা নয় সমাধান
ক্ষণিকের নিয়ে মজা
বিপরীত পাবে সাজা
রয়েছে আরো অসম্মান।
আড়ালে অগোচরে
অন্য জনের মন্দ বলে
যে পাপ হয়
তাকে গীবত কয়।
সমালোচনা বড় পাপ
না চাইলে মাফ
বিচার দিনে আসামী হবে
আল্লাহর বিচারে শাস্তি হবে।
সমালোচনার পথ ভুলে
মহৎ কথা নাও তুলে
আত্মসমালোনা আসল কাজ
ভাল কথায় প্রাণ খুলে।

 

Loading