স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ , এপ্রিল ১১, ২০২১

চাটুকার
সামছুদ্দোহা(ফরিদ)
চাটুকারের নাই আকার
এরা হল চরম বেকার
সমাজের যত অনাচার
যথাস্থানে করে প্রচার।
ফায়দা নেয় সে তুলে
ছলে বলে কিংবা কৌশলে
খুঁজে মানুষের খবর হাঁড়ি
কান করে লোকের ভারি।
বসের সামনে রেখে বেট
সবার মাথা করে হেট
তেলা মাথায় লাগায় তেল
কাজ সিদ্ধি খতম খেল।
ওদের নাই কোন কাজ
ওরা বেহায়া ওদের নাই লাজ
তেল ওদের আসল পুঁজি
দয়ায় যা পায়, তাই রোজি।
সব কিছু পেতে চায় সহজ লভ্য
ওরা বড় লজ্জাহীন অসভ্য
হাসিমুখে কথা বলা, পরাধীন পথ চলা
এরা বড়ই জটিল দেখায় ছলা কলা।
বড় মাথায় মারে তেল
দশের মাথায় ভাঙ্গে বেল
উপরে উপরে দেখায় ঠাঁট
কথায় কথায় মারে চাট।
৭১ এর রাজাকার
তারা ও ছিল চাটুকার
জাতীয় বোঝা ওরা,দেশের নয় মিত্র
জাতীয় বেঈমান, ওরা আসলেই অপবিত্র।

Loading