স্বরচিত কবিতা🌿

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , এপ্রিল ৬, ২০২১

যদি ফিরে আসো ||

তপ্ত দুপুরের পরিশ্রান্ত ভালোবাসায়
খোঁপায় দিয়ে লাল গোলাপ
চোখের বারান্দায় কাছে টানলাম
তবুও নুপুর নিক্কনে পালালো সে,
ফিরে তাকালো না একটিবার।

কতোটা সময় পেরুলো
সেই হিসেব এখন আর মিলে না
শুধু দেখি মেঘনার উম্মাদঢেউ চিড়ে আসা-যাওয়ার খেলা, আকাশে শান্তবেলায় অশান্তির গর্জন
কতো পথ, শহর-বন্দর পার হয়ে ফিরে এলাম
শুধু তুমি ফিরলে না।

আপনজন অচেনা হয়, স্বার্থের বলিতে হারায় কতো জীবন, জেলখানায় কবিতার লাশ
একদল দুর্বলকন্ঠে প্রতিবাদ জানায়
নড়েনা পাথর, আসেনা আলো….
শোষণের যাঁতাকল চলছে অবিরাম।

তবুও আমি ঠাঁয় দাঁড়িয়ে এখনো
আবার যদি ফিরে আসো তুমি
যেভাবে নদী ফিরে মোহনায় !

Loading