স্বরচিত কবিতা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ , এপ্রিল ৬, ২০২১

স্বপ্নে তোমায়

সামছুদ্দোহা ফরিদ
স্বপ্নে আস তুমি
স্বপ্নেই কর মোরে খুশি,
হারানো স্মৃতির দিন গুলোকে
স্বপ্নে জাগাও হৃদয় পুলকে।
মনে করিতে চাহিনা অভিমান বশে
দুই জনের পথ দুই দিকে অবশেষে।
তবে কেন মাঝে মাঝে স্বপ্নে দাও হানা
মিলনে বিভোর হতে নীতি কথার মানা।
শাওনের বৃষ্টি ভেজা কবিতার কথা
মনে পড়ে সবুজ সংকেত মনের ব্যথা।
তারুণ্য হারায় না,মনের তারুণ্য অশেষ
আজ ভাল লাগায় হারাতে নাই কোন বিদ্বেষ।
অসম্ভব স্বপ্নে আজ কেন হারায় মন
হারিয়ে শিখে নিলাম, সময় বড় ধন।
কুয়াশার চাদর কেটে বেলা বড় অবেলা
স্বপ্নে আস তুমি,স্বপ্নে কেন কর খেলা।
অস্থির কর তুমি, সুখের মাধুরীতে
দ্বান্দ্বিক মন আজ কেবল হিতাহিতে।

Loading