স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু থাকবে

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , এপ্রিল ৪, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও স্বাস্থ্যবিধিসহ অন্যান্য সরকারি নির্দেশনা মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি চালু থাকবে। তবে এক্ষেত্রে বন্দর থেকে পণ্য খালাসসহ পরিবহনের সময়সীমা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, লকডাউনের বিষয়ে বন্দরের কার্যক্রমের বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন নির্দেশনা পাইনি। যেহেতু কোন নির্দেশনা পাইনি সে কারণে স্বাস্থ্যবিধিসহ পুর্বের যে সরকারি নির্দেশনা রয়েছে সে মোতাবেক বন্দরের কার্যক্রম পরিচালনা করবো।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, সরকারি যে নির্দেশনা রয়েছে তাতে জরুরি পরিষেবার মধ্যে বন্দরের কার্যক্রম চালুর কথা বলা রয়েছে। যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম চালু থাকবে। তবে আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি যেহেতু বন্দরের কার্যক্রম চালু থাকলে এর সাথে সংশ্লিষ্ট লোকজন রাস্তাঘাটে থাকবে। এ কারণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং যতটুকু সময় কমানো যায় যেহেতু সন্ধ্যা ৬টার মধ্যে লোকজন চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা রয়েছে তাই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা চলছে।

Loading