সাভারের কলমায় পোশাক কারখানার গোডাউনে আগুন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ , মার্চ ৩০, ২০২১

সাভারের কলমায় একটি তৈরী পোশাক কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সাভার সদর ইউনিয়নের ১নং কলমা এলাকায় অবস্থিত উইন্টার ড্রেস লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার ঝুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে ওই কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর সোয়া একটার দিকে উইন্টার ড্রেস লিমিটেড কারখানার ঝুটের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। এসময় প্রাথমিকভাবে কারখানটির নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় কারখানাটির শ্রমিক কর্মচারীরা। কিন্তু ঝুট গোডাউন হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পড়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
উইন্টার ড্রেস লিমিটেড কারখানার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কারখানাটির ঝুটের গোডাউন থেকে সামান্য আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের নিজস্ব তত্বাবধানে আগুন দ্রুত নির্বাপন করায় তেমন কোন ক্ষতি হয়নি।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নির্বাপনের কাজ শুরু করি। কিন্তু ঝুটের গোডাউন হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আমাদের দুটি ইউনিটসহ কারখানার অগ্নি নির্বাপক ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

Loading