রামগড়ে আগুনে তিনটি বসত ঘর পুড়ে ভস্মীভূত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , মার্চ ২৯, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের শ্বশানটিলা গ্রামের  আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মোঃ কাউসার বলেন বাড়ির মালিক আব্দুল কুদ্দুস নামাজ পড়তেছিলেন ওই সময়ে তাদের শোয়ার ঘর থেকে আগুন দেখা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রামগড় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।কি কারণে আগুনের সূত্রপাত হল সেটি এখনো নিশ্চিত নয় তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা হচ্ছে।

Loading