মিয়ানমারে আরও ১৬ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , মার্চ ২৭, ২০২১

মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে গুলি করে হত্যা করা হয়েছে ১৬ বিক্ষোভকারীকে। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

শনিবার (২৭ মার্চ) বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মান্দালয়াসহ বিভিন্ন শহরে আটকদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে।

জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জান্তা সরকারের দাবি,  জনগণকে সুরক্ষা ও গণতন্ত্রের জন্য লড়াই করছে তারা।  ইয়াঙ্গুনের দালা উপশহরে পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করে নিরাপত্তা বাহিনী।

রাজধানী নেইপিদোতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পর ফের নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় পুরো জাতির সঙ্গে মিলে কাজ করতে চায় সেনাবাহিনী।

Loading