আদর্শ নগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনকের জন্মশতবর্ষ পালন

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ , মার্চ ২৬, ২০২১

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ  পালিত হয়। হাওর পুত্র সাজ্জাদুল হাসান সমর্থক গোষ্ঠী এ কর্মসূচীর আয়োজন করে।

ভোর  ৬.৩০ টায়  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে  ডিঙ্গাপোতা হাওর তীরে অবস্থিত শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে  সাজ্জাদুল হাসান এঁর পক্ষে চেয়ারম্যান কামরুল হাসান সেলিম ও  মোঃ কয়েস চৌধুরীর সৌজন্যে কাঙ্গলী ভোজের আয়োজন করা হয়।

সার্বিক সহযোগিতায় স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হাটনাইয়া গ্রামবাসী।  এসময় উপস্থিত ছিলেন ৬নং সুয়াইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান সেলিম, সদস্য দিলাল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল নূর,  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলু রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ কয়েস চৌধুরী, সাবেক যুবলীগ নেতা রুবেল,  ফখরুল ইসলাম পিপলু, খাজা আশিক ও মোজাহিদ, ছাত্রলীগ নেতা অন্তর প্রমুখ।

Loading