সেনবাগে সেচের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২১

এ এইচ লিটন,সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে চলতি মৌসুমে সেচের সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং এজিএম সঞ্জয় দাসের পরিচালনায় উপজেলা জোনাল অফিসের উদ্যোগে সেচ গ্রাহকদের সাথে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সেনবাগ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমীনুর রাশেদ।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ টি এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনাইদ আলম, গ্রাহক পরিচালক আশরাফুল আলম রানা। এ সময় সেচ গ্রাহকদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছেন সেচ গ্রাহক মিয়া মোহাম্মদ নুর নবী, সামছুদ্দীন বাচ্চু, ইয়াছিন আলী বাবর। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সেচ গ্রাহক, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading