চলে গেলেন সাংবাদিক আনাস

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , মার্চ ১৬, ২০২১

ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অর্থনৈতিক সম্পাদক এজেডএম আনাস আজ মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। 

তার পরিবারসূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে ধানমন্ডিতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য আত্মীয়স্বজনকে রেখে গেছেন।

আনাসের এক সহকর্মী জানান, সোমবারও তিনি স্বাভাবিকভাবেই অফিস করেছেন।

উল্লেখ্য, ২০ বছরের কর্মজীবনে তিনি দি ইন্ডিপেন্ডেন্ট ও দি নিউ নেশনে কাজ করেছেন। তিনি ব্যবসায় ও উন্নয়ন সাংবাদিকতায় বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছিলেন। আনাস জাতীয় প্রেসক্লাব ও অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন।

তার প্রথম নামাজে জানাজা দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবে এবং দ্বিতীয়টি পান্থপথ জামে মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা জানিয়েছেন।

সাংবাদিক আনাসের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগেযোগ মাধ্যমে তার বর্তমান ও সাবেক সহকর্মীরা স্মৃতিচারণ করছেন।

তার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

Loading