স্বরচিত কবিতা “আমাদের মুজিব”

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ , মার্চ ৭, ২০২১

আমাদের মুজিব
সামছুদ্দোহা ফরিদ
মুজিব তুমি চির সজীব হয়ে মোদের অন্তরে
থাকবে তুমি বাংগালির মনে যুগ যুগান্তরে।
যুগের ভাষা বুঝেছিল তোমার আগমণ হেতু
তুমি হলে বংগরাজ বাংলার আকাশের ধুমকেতু।
২১শে ফেব্রুয়ারির হত না সফল
বাংলার স্বাধীনতা অর্জনে হত যদি বিফল।
রবী ঠাকুরের সোনার বাংলার গান
তুমি না থাকলে পেত না তার প্রাণ।
নজরুলের ও বাঁজতো না বাঁশের বাঁশি
পরাধীনতার পরাগ্রাসে হত সর্বগ্রাসী।
জসীম উদ্দীনের পল্লী বাংলার প্রান্তর
কল্পনা জগতে থাকত অবান্তর।
জাতির জনক বঙ্গবন্ধু তুমি শেখ মুজিব
তুমি তো আমাদের মাঝে চিরঞ্জীব।
যত দিন রবে এ বাংলা,তুমি হবে না ম্লান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান।
বাংলার স্বাধীনতা তুমি দীপ্তময় রবী
তুমি মোদের ত্যাগের মহিমা স্বাধীনতার প্রতিচ্ছবি।
তুমি এক মহাসাহিত্যিক,অনল বর্ষী তোমার ভাষা
বিশ্বনেতা তুমি,বাংলার গর্বিত সন্তান খাসা।
তুমি আছ বলে কাকলিতে মুখর বাংলার প্রান্তর
মুক্ত উড়ন্ত পাখির ন্যায় মোরাও দুরন্তর।
তোমার চোখে মোদের স্বপ্ন স্বাধীনতায় আত্মহারা
তোমায় পেয়ে বাংলা আজ দিশেহারা।
মোরা স্বাধীন,মোরা রঙিন,মোদের আছে সোনালী দিন
হীন মনে নেই মোরা, নই কারো অধীন।
স্বাধীনতার স্থপতি তুমি,তুমিই শ্রেষ্ঠ বীর
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, প্রাণ প্রিয় বাঙালির।
তোমার কন্ঠে গর্জেছিল লক্ষ কণ্ঠের প্রতিবাদ
কেঁপেছিল পাক সাম্রাজ্য,হয়েছে বাংলা আবাদ।

Loading