পুলিশ সার্জেন্ট রাজীব আশরাফের জম্মদিন আজ

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , মার্চ ১, ২০২১

বাংলাদেশ পুলিশের একজন চৌকস পুলিশ কর্মকর্তা, মানবতাবাদী লোক, লেখক, কলামিস্ট,কবি এবং আবৃত্তিকার আশরাফের আজ শুভ জম্মদিন। তিনি বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সার্জেন্ট হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলায় কর্মরত আছেন। তিনি একজন পুলিশ সদস্য হলেও বহু গুনে গুনান্বিত একজন মানুষ। করোনাকালীন সময়ে তিনি মানবতার তাগিদেই গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য নিজের জীবন বিপন্ন রেখে কাজ করে গেছেন। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে করোনা ভাইরাস বিষয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। তাছাড়াও সড়কে শৃঙলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসাধারণকে সচেতন করে তোলার জন্য তিনি বিভিন্নভাবে কাজ করছেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে চালক, মালিক,শ্রমিক, পথচারীসহ সবাইকে আরও অধিক সচেতন এবং সর্তক হতে হবে। সাংগঠনিক ভাবে তিনি দক্ষ ব্যক্তি হিসেবে ইতোমধ্যে নিজের জায়গাকে পাকাপোক্ত করে নিয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রাক্তন নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে কবি,লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার শুভ জম্মদিনে তাকে জানাই একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। শুভ জম্মদিন। তিনি দেশমাতৃকার সেবায় নিবেদিত এক প্রাণ। তিনি কর্মক্ষেত্রে ও বিভিন্ন সফলতার কৃতিত্ব রেখে চলেছেন। তিনি বাংলাদেশ পুলিশের নোয়াখালী জেলার বর্ষসেরা সার্জেন্ট নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ২০১৯ সালে নোয়াখালী জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন সহ বিভিন্ন পদক লাভ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Loading