স্বরচিত কবিতা “স্বপ্ন জাগে”

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৮, ২০২১

স্বপ্ন জাগে
সামছুদ্দোহা ফরিদ
স্বপ্ন জাগে শোভিত হোক সম্ভারে আমার বাংলা
লক্ষ শহীদের বিনিময়ে হোক বাংলা সুশীতল।
ভাই-বোনের কান্না নয় হোক বিভেদহীন মন
হিংসা বিদ্বেশ রক্ত ক্ষয় নয়,সহ মর্মী জীবন।
জাতি মোরা বাংগালি,ঐতিহ্যের আছে সমৃদ্ধ ইতিহাস
নিব না আর কোন কলংক,সইব না কারো পরিহাস।
হাসতে জানি প্রাণ ভরে,মোরা প্রয়োজনে দিব জীবন
যত বার হোক, যত দিন হোক প্রতিবাদী হবে মন।
স্বপ্ন জাগে মোর চোখে অপশক্তির হবে শেষ
থাকবে না দুর্নীতি,থাকবে না সন্ত্রাস,শুধু থাকবে সুস্বপ্নের অভিলাষ।
বাংলা আমার স্বপ্ন, অসম্ভব কল্পনা তারে ঘিরে
একই পতাকাতলে গৌরবে গড়ব বাংলা স্বপ্ন সম্ভারে।
সোনার বাংলায়,সোনার সন্তান যুগে যুগে তার অবদান
শেখ মুজিব,ভাসানী,তিতুমীর বাংলা মুক্তি প্রাণ।
স্বপ্ন জাগে সুন্দর,সমৃদ্ধ,কল্যাণকর বাংলার
জেগে উঠুক মনোবল আর ইচ্ছা শক্তির আধার।
আর নয় কান্না আর নয় কারো জীবন
সবাই মিলে গড়ব এই বাংলা, এই ভূবন।
অতীত ইতিহাসের মুছে যাক সকল গ্লানী
অপরাধ মুক্ত জীবন হোক বাংলার অবনী।
স্বপ্ন জাগে গণতান্ত্রিক মন হোক সবার
প্রতিষ্ঠিত হোক সবার স্বপ্ন, সবার অধিকার।

Loading