নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মৃনাল কান্তি দেব মৃনাল কান্তি দেব

খালিয়াজুরী, প্রতিনিধি

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২০, ২০২১

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ‘নগর শিক্ষা কল্যাণ সংস্থার’ উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও বাজারে গরীব ও অসহায় পরীবারের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

‘নগর শিক্ষা কল্যাণ সংস্থা’ এর  উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী ডক্টর বিজন সরকারের উদ্যোগে “অসি-বাংলা হাওর স্কলারশিপ” এবং উপদেষ্টা দেবেশ তালুকদারের সহযোগীতায় এতিম,অসহায়,মেধাবী ও দুঃস্থ্য শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।নগর ইউনিয়নের ১৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সারা বছরের শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ,খাতা,কলম,জ্যামিতি বক্স,কলমদানি,স্কেল,পেন্সিল বক্স, ফাইল,হার্ডবোর্ড দিয়ে পাশে দাঁড়িয়েছে নগর শিক্ষা কল্যাণ সংস্থা।সংস্খার পক্ষা থেকে জানানা সভাপতি অঞ্জন সরকার জানান ধীরে ধীরে এর সংখ্যা প্রতিবছর বৃদ্ধি করা হবে।

শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন নগর শিক্ষা কল্যাণ সংস্থার সভাপতি অঞ্জন সরকার, সাধারণ সম্পাদক নিশিকান্ত তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল সরকার, মাষ্টার অনিল সরকার, বারেন্দ্র তালুকদার,রবীন্দ্র সরকার,ইউপি সদস্য অাশুতোষ সরকার, কৃষ্ণকান্ত সরকার, প্রানেশ সরকার, নৃপেন্দ্র সরকার,শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষক গৌরাঙ্গ পুরকায়স্থ, পঙ্কজ সরকার, সংগঠনের সদস্য মিন্টু সরকার, আশীষ সরকার, রাজীব বিশ্বাস, অাকাশ সরকার, বিজিত পুরকায়স্থ, স্বরুপ সরকার, দিপু তালুকদার, অপু রঞ্জন তালুকদার, বাবলু সরকার,লোকনাথ চক্রবর্তী, রনি সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন অপু রঞ্জন তালুকদার।

Loading