ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেফটি টেংকি নির্মাণের সময় নিহত-১ জন 

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২০, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেফটি টেংকির গর্ত খুড়ার সময় মাটিতে চাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও এ ঘটনায় দীপেন রায়, লক্ষণ রায় সহ আহত হয়েছে আরো ৩ জন নির্মাণ শ্রমিক। শনিবার পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের দিপ্তি রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিবাগ এলাকার জনৈক নুকুলের নির্মাণাধীন বাড়ির সেফটি টেংকির গর্ত খুড়ছিল ৪ জন শ্রমিক। দুপুরে হঠাৎ করে গর্তের চার পাশের মাটি ধ্বসে পড়ে যাওয়ায় তারা চাপা পড়েন। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কান্ত রায় কে মৃত ঘোষণা করেন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়ের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading