টিকা নিলেন বরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান ঢাকা অফিস ঢাকা অফিস প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২১ এবার টিকা নিলেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান মতিউর রহমান। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” বিখ্যাত এই গান সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান নিজেই খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, নিজে উদ্যোগী হয়েই করোনার টিকা নিয়েছি। মহামারি করোনাকে মোকাবিলা করতে দেশবাসীকে দ্রুত এই টিকা গ্রহণ করতে হবে । বরেণ্য এই তারকা হাসান মতিউর রহমান আরও বলেন, আমি শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই আমি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে (১৭ ফেব্রুয়ারি) টিকা নিলাম। বুধবার দুপুর ১টার দিকে মগবাজার গ্রীনওয়ের নগর মাতৃসদনে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। সেখানকার একজন নার্স টিকা পুশ করেন তার বাম বাহুতে। টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন বিখ্যাত এই গীতিকবি। তিনি টিকা গ্রহণ শেষে বলেন, স্বাস্থ্য কর্মীরা নিষ্ঠার সাথে তাঁদের দায়িত্ব পালন করছেন।ধন্যবাদ জানাই তাঁদেরকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। শেয়ার G$R নিউজের নিচে বিশেষ ব্যাক্তিত্ব বিষয়: টিকা নিলেন বরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান