নেত্রকোনার পৌর নির্বাচনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২১

গত (১৪/২/২০২১) তারিখে নেত্রকোণা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএম ভোট গ্রহণ হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর ৪নং ওয়ার্ডে মো: ফেরদৌস কবীর উটপাখি প্রতীকে ২২৩৩ ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ২৯ হাজার ৫ শত ৬৩ ভোট পেয়ে আবারও মেয়র পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নজরুল ইসলাম খান। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপির মেয়র প্রার্থী আব্দুল্লা আল মামুন খাঁন (রনি) ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৯ শত ৯৫ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মাদ আলী মোবাইল প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭ শত ৯৭ ভোট।

নেত্রকোনা পৌরসভার মোট ৯ টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে চিত্ত রঞ্জন সরকার ব্ল্যাকবোর্ড প্রতীকে ১৬৭৬ ভোট, ২ং ওয়ার্ডে এস এম মহসীন আলম পানির বোতল প্রতীকে ৯৩৬ ভোট, ৩নং ওয়ার্ডে মো: শামীম রেজা (সরল খাঁন) উটপাখি প্রতীকে ২০৩২ ভোট, ৫নং ওয়ার্ডে মো: হেলিম আহম্মেদ উটপাখি প্রতীকে ১৯৮০ ভোট, ৬নং ওয়ার্ডে মো:শাকিল ঢালী উটপাখি প্রতীকে ৯৫৮ ভোট, ৭নং ওয়ার্ডে মো: মান্নান খাঁন আরজু টেবিলল্যাম্প প্রতীকে ১৪০১ ভোট, ৮নং ওয়ার্ডে মো: হুমায়ন কবীর তালুকদার পাঞ্জাবী প্রতীকে ১১২৮ ভোট, ৯নং ওয়ার্ডে মো: হেলাল উদ্দিন শেখ হেলাল ডালিম প্রতীকে ২৭৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা ১নং আসনে শামীম আরা খানম চশমা প্রতীকে ৫৯৯৪, ২নং আসনে ফেরদৌসী হক আনারস প্রতীকে ৬৭৩৫, ৩নং আসনে শিমুল চৌধুরী বেবী টেলিফোন প্রতীকে ৪৮৬৮ ভোট পেয়ে বিজয়ী।

Loading