কালিহাতীতে মুজিববর্ষে স্বপ্নের ঠিকানায় গৃহহীন ১৪৫ পরিবার

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২১

মেহেদী হাসান চৌধুরী ‌ টাঙ্গাইল:
কালিহাতী উপজেলা মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে স্বপ্নের ঠিকানা পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন ১৪৫ পরিবার।

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য ১৪৫ ঘর নির্মাণ করে দিয়েছে সরকার।

 

 

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নে পাইকপাড়া, সহেদেবপুরে পৌঁছান ও পাইকড়ার আসড়া সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

নির্মিত ৩৫ ঘর ভূমি দলিলসহ হস্থান্তর করা হয় উপকারভোগী প্রতিটি পরিবারের মধ্যে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন কালিহাতী।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে শনিবার সকালে উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রথম দফায় শনিবার সকালে ৩৫ গৃহহীন পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। বাকি ১১০ ঘর নির্মাণ কাজ শেষে বুঝিয়ে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

তিনি আরও বলেন, আমরা কাজের মান ঠিক রাখতে সার্বক্ষণিক তদারকি করছি। ঘর প্রদানের জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় এসেছেন বলে জানান তিনি।

Loading