স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ নেত্রকোণা জেলা প্রতিনিধি প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২১ প্রেয়সীর খোঁজে সামছুদ্দোহা ফরিদ তোমাকে প্রথম খুঁজেছি কালী দাসের ন্যায়, মেঘ মালাকে পাঠিয়ে আকাশে ঘুড়ি ছেড়ে দিয়ে, তার পর কৃষ্ণের ন্যায় মদনের বাণে বড়াইয়ের মাঝে, পান পাতা অর্পণে। তুমি তো যুগ যুগান্তরে লায়লী-মজনু,শিরি-ফরহাদের ধ্যাণে, তিল তিল করে তুমি তো তিলোত্তমা বিশাল হৃদয়ে মানসীর অন্তর্দাহে। খুঁজেছি তোমায় আজন্ম সৃষ্টির প্রথম থেকে বিচ্ছিন্ন আদম আর হাওয়ার মিলনের মাঝে, ইউসুফ-জুলেখা,চন্ডিদাস-রজকীনীতে স্বপ্ন ধারা অতৃপ্ত আকাঙ্খা বশে। তার পর কবুতরের পা বন্ধন চিরকুটে ডাক পত্রে খুঁজেছি অনেক দিন, সময়ের ব্যবধানে মুঠো ফোন আর ম্যাসেজে প্রেয়সী তুমি পাল্টিয়েছ নব রুপে , অবশেষে একেবারে কাছে তুমি ইন্টারনেট আর ফেসবুকে। শেয়ার G$R নিউজের নিচে শিল্প-সাহিত্য বিষয়: