সখীপুরের তক্তারচালা প্রয়াত এমপি’র প্রতিকৃতিতে কাদা ছোঁড়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , জানুয়ারি ১৩, ২০২১

টাঙ্গাইল সখীপুরের তক্তারচালা এলাকায় প্রয়াত কৃষিবিদ বাসাইল-সখিপুরের ৪ বারের সফল এমপি’ শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছোঁড়ার প্রতিবাদে তক্তারচালা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি তক্তারচালা পুরাতন বাজার হতে নতুন বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম শরীফুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবীন,জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ,বাংলাদেশ মানবাধিকার কমিশন হাতিবান্ধা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক নিয়ামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর্জা শরীফ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান ঝন্টু প্রমুখ।

এ সময় বক্তারা জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার তক্তারচালা সীমান্তবর্তী এলাকায় প্রয়াত ৪ বারের এমপি শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কে বা কারা কাদা ছোঁড়ে। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোড় দাবি জানানো হয়। সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, এ ঘটনায় প্রয়াত এমপি’র সহোদর ও উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Loading