বোয়ালখালীতে উচ্চ ফলনশীল জাতের কুল চাষ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২১

চট্টগ্রামের বোয়ালখালীর পাহাড়ি এলাকা আমুচিয়ায় হচ্ছে কুলের বাণিজ্যিক চাষা। গত মৌসুমে প্রায় ৫০ একর জমিতে ‘বল সুন্দরী’ ও ‘কাশ্মীরি আপেল’ জাতের কুল বাণিজ্যিক উৎপাদনে চাষাবাদ শুরু হয়। 

টেলিভিশনে কৃষি অনুষ্ঠান দেখে উদ্ধুদ্ধ হয়ে পতিত জমিতে কুলের বাণিজ্যিক চাষাবাদ শুরু করেন উদ্যোক্তা লোকমান আজাদ। তিনি বলেন, ‘উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে চারা দেয়। ৫০ শতক জমিতে কুল চাষ করেছি। প্রতি গাছে ৫ থেকে ৭ কেজি কুল পাওয়ার আশা করছি।’

কুলের আবাদ আরো বাড়াতে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আশপাশের অনান্য এই জাতের কুল আবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তারা। এ ব্যাপারে বোয়ালখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ‘বগুড়ার একটি নার্সে প্রথম এ কুলের সন্ধান পাই। পরে সেখান থেকে চারা আনা হয়।’

চট্টগ্রামের কৃষি উপ-সহকারী মো. আলমগীর বলেন, ‘ওনার এ বাগান কয়েকজন দেখেছেন। অনেকে চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

Loading