দুস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালো শুভজন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২১

ক্রমবর্ধমান শীতে কাঁপছে বাংলাদেশ। শহরবাসীরা শীতের প্রকোপ টের না পেলেও গ্রামের মানুষ প্রচন্ড শীতে করুণভাবে জবুথবু। একটু উষ্ণতার জন্য দুস্থ ও অসহায় শীতার্ত মানুষগুলো রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসে থাকছে রাত-ভোর। কেউবা পুরোনো একখানা ছেঁড়া কাঁথা বা কম্বলের নিচে থরথর কাঁপছে শীতে। আবার একটি কম্বলের নিচে আশ্রয় নেয় এমন আছে অনেকেই। মানবতার হাত বাড়িয়ে এসব মানবেতর জীবনযাপন করা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো শুভজন। মানবিক মানুষ চাই শ্লোগানে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন শুভজন বরাবরই মানবতার পাশে দাঁড়ায় সর্বক্ষণ। এই ধারাবাহিকতায় শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসিরুদ্দিন শাহ এর প্রচেষ্টায় অসহায় শীতার্তদের মধ্যে তিনশত কম্বল বিতরণ করা হয়। এরমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা তীরবর্তী এলাকায় এবং ঢাকা ও ঢাকার আশেপাশে দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় শুভজন।

মুন্সিগঞ্জের গজারিয়ায় কম্বল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন শুভজনের সহ সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল মুমিন চৌধুরী জসীম, গজারিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কালাম দর্জি, শুভজন গজারিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জজমিয়া সহ আরও অনেকেই।

Loading