বিদায় ২০২০ স্বাগতম ২০২১

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২০

 মো. আলী আশরাফ মোল্লা। নানা কারণেই ২০২০ সাল ছিলো আলোচিত একটি বছর। পুরো বিশ্বজুড়েই ছিলো মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ। যা এখনো বিদ্যমান। এই বছরে অনেক গুনীজন এবং অনেক আত্বীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনসহ অনেক মানুষ কে হারিয়েছি। অনেকেই আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। কিন্ত এখনো অনেকে স্বাভাবিক জীবন যাত্রার পুরো নিশ্চয়তা পাননি। করোনাভীতি, স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রীদের পড়াশোনায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কবে ফিরে আসবে স্বাভাবিক জীবন যাত্রা তা এখনো অনিশ্চিত! এই বছরে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন তাদের প্রত্যেকের জন্য শান্তি কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আপনি রহমতশীল হোন। এছাড়াও বিভিন্ন কারণে বাংলাদেশে ২০২০ সাল ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাহেদ সাবরিনার দুনীর্তি এবং প্রতারণা, মেজর সিনহা হত্যা, ক্যাসিনো কান্ডে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার ,এএসপি আনিছুর রহমান হত্যাকান্ড, যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে সরগরম ছিল এই সাল। তবে এই ২০২০ সালে বাংলাদেশ সহ পুরো পৃথিবীই থমকে ছিল করোনা ভাইরাসে সংক্রমণের ভয়ে পুরো ভীতি সন্ত্রস্থ। এই ভাইরাসেই সংক্রমিত হয়েই বিশ্ব থেকে প্রায় ১৮ লাখ মানুষ মারা গেছেন আর আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার মানুষ মারা গেছেন। আমার জম্মের পর দেখা সবচেয়ে ভয়াবহ আর বিভীষিকাময় দিনগুলি পার করেছি এই ২০২০ সালে। আল্লাহর অশেষ মেহেরবানীতে এখন পর্যন্ত সুস্থ আছি, বেচেঁ আছি আলহামদুলিল্লাহ। এই সালে অর্জন বলতে আমার ব্যক্তিগত কিছু নেয়। শুধু চেয়েছি আল্লাহর কাছে বেচে থাকার আকুতি। আল্লাহ তায়ালা বাচিয়ে রেখেছেন,পরিবার পরিজনকে সুস্থ রেখেছেন তাতেই লক্ষ কোটি গুন শোকরিয়া আলহামদুলিল্লাহ। এই ২০২০ সালকে মুজিব শতবর্ষ ঘোষণা করা হয়। বাঙালী জাতির অবিসংবাদিত নেতা মুক্তিগামী মানুষের অগ্রদূত, স্বাধীন সাবর্ভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবর্ষ এটি। যার সারা জীবনের লালিত স্বপ্নই ছিল শোষণ বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা। আর বাংলার মানুষ কে ক্ষুধা দারিদ্র্য মুক্ত থেকে রেহাই দেওয়া। আর তার দেখানো পথেই হাটছেন তার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে ২০২০ সালের শেষ সূর্যোদয়। আগামীকালের নতুন সূর্যোদয় হবে ২০২১ সালের বার্তা নিয়ে। নতুন বছরে আমাদের সকলের প্রত্যাশাই হবে, এই বিশ্ব থেকে করোনা মহামারী অচিরেই দূরীভূত হবে। আর আমরা পূর্বের ন্যায় আত্বীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে মিলে মিশে একাত্ব হ্য়ে বসবাস করবো ইনশাআল্লাহ। নতুন বছরে মহান প্রভু তোমার দরবারে আমার আকুতি, তুমি এই বিশ্বকে বসবাসের উপযুক্ত বানিয়ে দাও, সবার মনেই আশার আলো ফুটিয়ে দাও। সবার জীবনে সুখ শান্তি দাও। সবার জীবন ভরে উঠুক অনাবিল সুখ আর সমৃদ্ধিতেই। স্বাগতম ২০২১। লেখক ঃ সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কলামিস্ট এবং পুলিশ কর্মকর্তা।

Loading