নেত্রকোণায় সদ্য প্রয়াত শিক্ষক জীবন চন্দ্র সরকার এঁর স্মরণ সভা

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২০

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষক জীবন চন্দ্র সরকার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হল রুমে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুলপতাক এর সাবেক শিক্ষক জীবন চন্দ্র সরকার ৮২ বছর বয়সে গত ২৩ নভেম্বর সকাল ৮ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর গ্রামের বাড়ি মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামে। স্বর্গীয় জীবন চন্দ্র সরকার ছিলেন একজন দায়িত্বশীল শিক্ষক, ক্রীড়াবিদ, সংস্কৃতিপরায়ন, সমাজসেবক, দয়ালু এবং ধর্মপরায়ন।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, আপীল বিভাগ, সুপ্রীম কোর্ট, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, শিক্ষানুরাগী নূরুন্নবী চৌধুরী, আ:লীগ নেতা বজলুর রহমান চৌধুরী, কৃষকলীগ নেতা মো: ইকবাল হোসেন, স্বর্গীয় জীবন চন্দ্র সরকার এঁর পুত্র শিক্ষক প্রলয় সরকার টাবলু প্রমুখ।

Loading