পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী খননে মুর্তি উদ্ধার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ২২, ২০২০
তুলসীগঙ্গা নদীর পাথরঘাটা নামক এলাকা আনুমানিক ৪৫ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী খননে একটি মুর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মুর্তিটি কষ্টি পাথরের লক্ষীপ্রতীমার মূর্তি। আজ মঙ্গলবার বিকালে ৪:২০ মিনিটের দিকে উপজেলার তুলসীগঙ্গা নদীর পাথরঘাটা নামক এলাকা আনুমানিক ৪৫ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে।

৮নং আওলাই ইউপি চেয়ারম্যান আ.স.ম আরেফিন চৌধুরী (আবু) বলেন, তুলসীগঙ্গা নদী খননের সময় একটি মুর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে উচাই, ন-পুকুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা, খোরশেদের ছেলে রাফি  এবং মজনুর ছেলে ফিরোজ দেখতে পেয়ে আটাপুর ইউনিয়নের ৪নং ওয়াডের মেম্বার মোঃ আবুল বাশার (হিটলার) কে বিষয়টি জানালে মেম্বার তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয় পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি লক্ষী প্রতীমার মুর্তি হতে পারে।

Loading