হিজড়াদের মাঝে চাউল বিতরণ করলেন শরীয়তপুর পুলিশ সুপার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , ডিসেম্বর ১২, ২০২০

শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান করোনা ভাইরাসের কারনে পালং থানা এলাকায় তৃতীয় লিঙ্গের অনেক হিজড়া উপার্জনহীন হয়ে পড়লে তাদের মাঝে খাদ্য দ্রব্য হিসেবে চাউল বিতরণ করেন।

শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে পালং থানা এলাকার ১৪ জন হিজড়াদের মাঝে ১০০ (একশত) কেজি চাউল প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, সমাজে আমার যেমন মানুষ, তৃতীয় লিঙ্গের হিজড়ারাও তেমনি আমাদের মতই মানুষ। তাঁদেরও সমাজে অধিকার রয়েছে সকলের মত স্বাভাবিক ভাবে চলার। করোনা ভাইরাসের কারনে অনেকেই উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পালং থানা এলাকার ১৪ জন হিজড়াদের মাঝে ১০০ (একশত) কেজি চাউল প্রদান করলাম, যাতেকরে তাঁরা কিছুদিন ভালোভাবে খেতে পারে। এছাড়াও হিজড়াদের মাঝে পর্যায়ক্রমে আরো সাহায্য প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানা, অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন,পুলিশ পরিদর্শক ( অপরাধ শাখা) আনোয়ারুল ইসলাম,
ডিআইও-১ আজহারুল ইসলাম, আরও-১ মোঃ মতিউর রহমান সহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Loading