রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , ডিসেম্বর ৮, ২০২০

যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে রামগড়ে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয় মুক্তিযুদ্ধের সেক্টর ১ এর সদর রামগড়। আজকের এ দিনে পাক হানাদারবাহিনীকে পরাভূত করে রামগড়ের প্রধান ডাকঘরের ছাদে স্বাধীন বাংলার পতাকা উড়ায় এখানকার বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা প্রশাসন এবার সীমিত কর্মসূচিতে পালন করে রামগড় হানাদারমুক্ত দিবস। করোনা পরিস্থিতির কারণেই প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (৮ডিসেম্বর) সকালে রামগড় লেকপার্ক এলাকায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘ বিজয়’ এর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারীর নেতৃত্বে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , পরিষদ নারী সদস্য কনিকা বড়ুয়া, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার মু. মাহমুূদ উল্লাহ মারুফের নেতৃত্বে সহকারী কমিশনার সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, রামগড় পৌরসভার পক্ষে পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপনের নেতৃত্বে পৌর কমিশনার, পৌর কর্মকর্তা কর্মচারি, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কার্বারী, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামালসহ দলীয় নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার মফিজুর রহমানসহ মুক্তিযুদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, ওসমান গণি চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ফারুক আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন।

Loading